কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নে সভাপতি রাজ্জাক ও সিরাজুল সম্পাদক নির্বাচিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়ন (১৭-২০) গ্রেডের নির্বাচন ২০২২ এ সভাপতি হিসেবে নির্বাচিত মো আ. রাজ্জাক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. সিরাজুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ৩য় তলায় কনফারেন্স রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও যুগ্ম-সম্পাদক হিসেবে মো.আল মামুন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ মো.আনিসুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. হাফিজ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা খাতুন, এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাদশা মিয়া,গোলাম আল মামুন, মো আব্দুল হালিম, মনজুরুল হক ঢালী,ফজলুল হক(লিটন) মো. সাইদুল ইসলাম প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন।