ময়মনসিংহে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দোকান বাকির পাওনা ৫ হাজার টাকার জন্য দুই পক্ষের সংঘর্ষে আজিজুল হক (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত আজিজুল হক উপজেলার মাহমুদিপুর পুনাইল গ্রামের মো. আছির উদ্দিনের পুত্র। আহতরা হলেন, সালাউদ্দিন মাষ্টার (৪৮), বাবলু (৪৫), মাখন (৩০), মহিউদ্দিন আজাদ মানিক (৪৭) মাহাবুব (২৩)।
শুক্রবার (৭ মে) সন্ধ্য ৬টার দিকে উপজেলার ১০নং তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই শাহ আলমের পাঁচ হাজার টাকা দোকান বাকি ছিল প্রতিপক্ষের সোহেলের কাছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ভারতী বাজারে পাওনা টাকা চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের সালাউদ্দিন মাষ্টার ও মাখন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।
এ সময় আজিজুল গুরুতর আহত হয়। স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা রেফার্ড করে। সেখানে নেয়ার পথে রাত ৯ দিকে আজিজুল মারা যায়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আ. কাদির মিয়া বলেন, এ ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।