শিরোনাম

South east bank ad

র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর গাবতলি হতে ‘আনসার আল ইসলাম’ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কমান্ডার গ্রেফতার

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ২০২০ ইং তারিখে গ্রেফতারকৃত ‘আনসার আল-ইসলাম’ এর ০৫ সদস্য হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট ২০২০ ইং তারিখ ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৩ জন সক্রিয় জঙ্গী সদস্য গ্রেফতার করা হয় এবং সে সূত্র ধরেই র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল আজ ১৯ই আগস্ট, ২০২০ ইং তারিখ রাত ০০.৩০ টায় রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলি এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসার আল ইসলাম’ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কমান্ডার জাহাঙ্গীর ওরফে সাকিব ওরফে নিশা স্যার(৩৫) জেলা-চাঁপাইনবাবগঞ্জ'কে গ্রেফতার করতে সমর্থ হয়। সে স্থানীয় একটি মাদ্রাসা হতে আলিম পাশ করে বর্তমানে ‘আনসার আল ইসলামের’ তারই এক সহোচরের ওয়ার্কশপে কাজ করে। বিগত ৬ বছর যাবত ‘আনসার আল ইসলামের’ সাথে যুক্ত হয়ে ২০/২৫ জন সদস্যের একটি ইউনিট চালানোর পাশাপাশি ‘আনসার আল ইসলামের’ চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির হিসেবে নিয়মিতভাবেই তারও উচ্চ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল বলে জানা যায়। সম্প্রতি সে আনসার আল ইসলামের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে গোপন বৈঠক করার জন্য চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকায় আসে এবং এই তথ্যের ভিত্তিতেই গাবতলি হতে তাকে গ্রেফতার করা হয়। WhatsApp Image 2020-08-19 at 4.25.21 PM (1) WhatsApp Image 2020-08-19 at 4.25.22 PM প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহচরদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। [video width="844" height="474" mp4="https://bdfinancialnews24.com/wp-content/uploads/2020/08/WhatsApp-Video-2020-08-19-at-4.25.22-PM-1.mp4"][/video] [video width="844" height="474" mp4="https://bdfinancialnews24.com/wp-content/uploads/2020/08/WhatsApp-Video-2020-08-19-at-4.25.22-PM.mp4"][/video]
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: