শিরোনাম

South east bank ad

ভোলা সদর দঃ দিঘলদী ইউনিয়নে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

ভোলা সদর দঃ দিঘলদী ইউনিয়নে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিমা বেগম ভোলাঃ

ভোলা সদর দঃ দিঘলদী ইউনিয়নে ৩নং ওয়ার্ড ১০০ গ্রাম মাদকদ্রব্য গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার,

১৷ মোঃ জামাল মিস্ত্রি (৪০), পিতা-মৃত নাগর আলী, সাং- বালিয়া ০৩নং ওয়ার্ড, দক্ষিণ দিঘলদি ইউপি থানা ও জেলা ভোলাকে গ্রেফতার করেন। মাদক মামলা প্রক্রিয়াধীন।

১১-৩-২০২১ তারিখ রাত্র ৯:৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) মোঃ আবুল হোসেন ও সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন দক্ষিণ দিঘলদি ইউপি ০৩ নং ওয়ার্ডে অভিযান করিয়া গ্রেফতার করেন।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: