শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবে: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তথ্যমন্ত্রীর কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ’র সঙ্গে সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ধোলাইপাড়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মিত হচ্ছে এবং হবে।

এসময় ভাস্কর্য নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বসেছেন। আমরা যে কারো সঙ্গেই বসতে পারি। যারা নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটে তাদের সঙ্গেও সরকার বসেছে, শেখ হাসিনা বসেছেন। যারা সরকারকে প্রতিদিন টেনে নামিয়ে ফেলার হুমকি দেয়, প্রেসক্লাবের সামনে নয়াপল্টনে তাদের সঙ্গেও আমরা বসেছি। সুতরাং, যারা ভাস্কর্য ইস্যুতে বিরূপ মন্তব্য করছে তাদের সঙ্গে সরকার বসতেই পারে।

‘দেশের সংস্কৃতি, ঐতিহ্যের অংশ হলো ভাস্কর্য। বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরবের বাদশার ভাস্কর্য আছে। সৌদিতে ভাস্কর্যের মিউজিয়াম রয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে কায়েদে আজমের ভাস্কর্য আছে। ইসলামিক প্রজাতন্ত্র বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইরান। সেখানে ইরানি বিপ্লবি নেতা আয়াতুল্লা খামেনির ভাস্কর্য আছে। সুতরাং, এখানে যুগ যুগ ধরে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। সুতরাং, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবেই এবং সমস্ত মৌলবাদী অপশক্তি যারা এই দেশটাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তির ঐক্য-সংহতি নিয়ে দেশ এগিয়ে যাবে। ’

জিয়াউর রহমানের আমল থেকে ব্রিজ নির্মাণসহ উন্নয়ন শুরু হয়েছে মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্রিজ নির্মাণ তো মোঘল-সুলতানি আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতা কেনাবেচা হয়েছে। জিয়ার আমলে যারা দলছুট রাজনীতিবিদ তাদের হাট বসতো। সেই হাটে অনেকে বিক্রি হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও রাজনীতির হাটে বিক্রি হওয়া একজন রাজনীতিবিদ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: