শিরোনাম

South east bank ad

করোনা মোকাবিলায় আমাদের আরো সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শুক্রবার মানিকগঞ্জের সর্ববৃহৎ কাঁচামালের আড়ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছেন, সময়মতো অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আগেই সঠিক পদক্ষেপ নেওয়ায় করোনা মোকাবিলায় সফল হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ইউরোপের অনেক দেশে এরই মধ্যে লকডাউন শুরু হয়ে গেছে। আমাদের দেশে এখন মৃত্যুর হার অনেক কম। সুস্থতার হার প্রায় আশি থেকে তিরাশি শতাংশ। ছোট্ট একটি দেশ, ১৭ কোটি মানুষের বসবাস, তবুও আমরা অনেক ভালো আছি। করোনা মোকাবিলায় আমাদের আরো সচেতন হতে হবে। এজন্য বেশি বেশি মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

আড়তের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠানে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সহসভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অনে‌কেই উপস্থিত ছিলেন।

নবনির্মিত এই আড়তে ৩০০টি দোকান রয়েছে। স্থানীয় কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত শস্য এখানে বিক্রি করতে পার‌বে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: