শিরোনাম

South east bank ad

সীমিত জনবল ও প্রযুক্তি দিয়ে শেখ হাসিনা সফলভাবে করোনা মোকাবিলা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমিত জনবল ও প্রযুক্তি দিয়ে দেশে সফলভাবে করোনা মোকাবিলা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

কোভিড-১৯ মোকাবিলায় ‘অসামান্য অবদান’ রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে শনিবার দুপুরে সাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব বলা হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এ করোনার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাখ ১০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এ সময়ে চার কোটি মানুষকে সরাসরি বিভিন্নভাবে সাহায্য করেছেন। বিশ্বের প্রযুক্তিনির্ভর দেশে যখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা গেছেন তখন, সীমিত প্রযুক্তি ও সীমিত জনবল দিয়ে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছেন। বিশ্ব স্বাস্থ্য এখনো কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। যখনই দেবে বাংলাদেশ আগে পাবে এমন সবকিছুর ব্যবস্থা প্রধানমন্ত্রী করে রেখেছেন।

জাহিদ মালেক আরো বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যু হার কম, ৮০ শতাংশ লোক সুস্থ হয়েছেন প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায়। ডাক্তার, চিকিৎসকরা কাজ করেছেন বিধায় আজ আমরা করোনায় সফল হয়েছি। বাংলাদেশে একটি মাত্র করোনা ল্যাব ছিল, এখন আমরা ১১০টি ল্যাব হয়েছে।

তিনি বলেন, আসছে পূজায় ও যেকোনো সামাজিক অনুষ্ঠান সীমিত করে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসছে শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দুই দিনের মধ্যে মন্ত্রিসভা ডেকে ধর্ষকদের মৃত্যুদণ্ড করার আইন পাশ করেছেন। বাংলার মাটিতে কোনো দুষ্কৃতকারীর ছাড় হবে না। ঠিক সেই ভাবে মানিকগঞ্জেও কোনো নারী নির্যাতনকারী ও অন্যায় হলে কাছের মানুষদের কোনো ছাড় দেওয়া হবে না।

সমাবেশে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, যুবলীগের সভাপতি রেজাউল করিমসহ আরো অনেকে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: