শিরোনাম

South east bank ad

রেলে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি: রেলমন্ত্রী

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রেলে ভাড়া বৃদ্ধির বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি: রেলমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চলতি বছরের ডিসেম্বরে মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার দুপুরে গাজীপুরে জয়দেবপুর রেল জংশনে পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও চিন্তাভাবনা করিনি। অন্যরা সমন্বয় করলেও রেলের বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেইনি।

এর আগে তিনি টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেলের নির্মাণ কাজের অগ্রগতির কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচাল (অবকাঠাম) কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাসরিন পারভিনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেললাইন সম্প্রসারণে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার ফোর রেললাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হযয়ছে ১৩শ’ কোটি টাকা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: