শিরোনাম

South east bank ad

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি।

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করেন তারা।

বাংলাদেশ ও আলজেরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, টেলিযোগাযোগ খাতের বিকাশে বাংলাদেশ আশানুরূপ অগ্রগতি অর্জনের মাইলফলক স্পর্শ করেছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্যপদ অর্জনের মাধ্যমে বৈশ্বিক টেলিযোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের স্বর্ণালী দ্বার উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে আঠার বছরের শাসনামলে ইন্টারনেটসহ টেলিযোগাযোগখাত তথা ডিজিটাল প্রযুক্তি খাতে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশে ফাইভ-জি প্রযুক্তিসহ গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিযোগের জন্য অত্যন্ত লাভজনক দেশ। তিনি বিনিয়োগের এ সুযোগ কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তিখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত বলে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এসময় টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে দু‘দেশের মধ্যে টেলিযোগাযোগ খাতের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ খাতের অগ্রগতিতে দু’দেশই উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: