খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে: খাদ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আজকের শিশু-কিশোর বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা দেশে তাদের সুনাগরিক হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।
রোববার নওগাঁর নিয়ামতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, খেলাধুলার চর্চা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এ প্রচেষ্টা দেশের ফুটবলে নবজাগরণ সৃষ্টি করেছে। এ টুর্নামেন্ট ভালোমানের অনেক ফুটবলার তৈরি করেছে। আমাদের দেশের মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতা অর্জন করেছে এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
বিএনপিকে ষড়যন্ত্রকারীদের দল উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি পদ্মাসেতু নির্মাণ করতে পারেনি, বরং ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধিতা করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশি-বিদেশি শত বাধা উপেক্ষা করে জাতির মর্যাদার প্রতীক পদ্মাসেতু তৈরি করেছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।