শিরোনাম

South east bank ad

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে: এলজিআরডিমন্ত্রী

 প্রকাশ: ১৯ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে: এলজিআরডিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বন্যা হবে সেই সতর্কতা আছে। কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি।

রোববার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে। ঢাকার জলাবদ্ধতা কমেছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে এরই মধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি সাড়ে ৬ একর জমি এবং উত্তর সিটি ২৫ একর জায়গা দখলমুক্ত করেছে খালের।

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এতে পানি সহজে নেমে যাচ্ছে। প্রয়োজনে আরো রাস্তা কেটে ফেলা হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: