শিরোনাম

South east bank ad

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুত আছে: প্রাণিসম্পদমন্ত্রী

 প্রকাশ: ১৭ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুত আছে: প্রাণিসম্পদমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুত থাকায় চলতি বছর দেশের বাইরে থেকে একটি পশুও আসবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, আমাদের যে পরিমাণ পশু উৎপাদন হচ্ছে, তা চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকে। গত বছর কোরবানিতে উৎপাদিত গরুর ১০ ভাগের এক ভাগও বিক্রি হয়নি। এর সঙ্গে এ বছরের জন্য উপযুক্ত মিলিয়ে অনেক পশু খামারিদের হাতে রয়েছে। খামারি এবং গৃহস্থদের কাছে থাকা গবাদিপশু দিয়ে প্রয়োজন মেটানো সম্ভব।

তিনি আরো বলেন, এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গত বছরের মতো খামারিদের গরু নিয়ে ফিরে যেতে হবে না। উপযুক্ত দামেই গরু বিক্রি করতে পারবেন। বর্ডার এলাকায় আরো কঠোর থাকতে বিভিন্ন সংস্থাতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দেশে বাইরের পশু না আসে। বাইরের পশু রোগ নিয়ে আসলে সেটি ছড়িয়ে যেতে পারে।

মন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটে বরাবরের মতো ভেটেরিনারি চিকিৎসক থাকবেন। ক্রেতা ও খামারিরা চাইলে তাদের সেবা নিতে পারবেন। এছাড়া হাটগুলোতে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এ সময় সংগঠনের সভাপতি মুন্না রায়হান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: