শিরোনাম

South east bank ad

বিশ্বের গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ১৩ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বিশ্বের গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না। বিশ্বের সব গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী সরকার দেশ পরিচালনায় থাকাকালীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।

শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদানের পূর্বে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিশ্বের গণতান্ত্রিক সব দেশে- ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাও চলতি সরকার পদত্যাগ করে আরেকটি সরকার আসে না। সেভাবেই বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালেই নির্বাচন হবে।

বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার পতনের আন্দোলনের কথা আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি। বিএনপির শক্তি, সামর্থ্য আমরা জানি, জনগণও জানে। কিন্তু আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

বিএনপির সভা-সমাবেশের অনুমতি মিলছে না- এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, তারা অনেক সময়ই সভা-সমাবেশের অনুমতি নেয় না। আর সভা-সমাবেশে তারা নিজেদের মধ্যেই মারামারি-ভাংচুর করে। এতে জনগণ আতঙ্কিত হয়, আর জনগণ আতঙ্কিত হলে সরকার তো বসে থাকতে পারে না।

কীটতত্ত্ব সমিতির সভাপতি ড. সৈয়দ নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের পরিচালনায় কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: