শিরোনাম

South east bank ad

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর

 প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধু অভিযান চালিয়ে আর গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব।

সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ না করেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি কোনো নেতাকর্মী মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যান তাহলে ঐ মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’রা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: