উন্নয়নের পথে কেউ বাধা হলে রুখে দেওয়া হবে: খাদ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, সরকারের উন্নয়নের পথে কেউ বাধা হলে তাকে রুখে দেওয়া হবে।
শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা জানান তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সব ষড়যন্ত্র আর বাধা উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অকল্পনীয় উন্নয়ন কেবল বঙ্গবন্ধুকন্যার মাধ্যমেই সম্ভব। অন্যরা শুধু লুটপাট আর সমালোচনা করতে জানেন। সরকারের উন্নয়নের পথে কেউ বাধা হলে তাকে রুখে দেওয়া হবে।
তিনি বলেন, দেশে এবার ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আছে। সবকিছু ঠিক থাকলে ন্যায্য দাম পাবেন কৃষক। কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে সরকারিভাবে ধান কেনা শুরু করা হয়েছে।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।