আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ: ওবায়দুল কাদের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ।
রোববার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠান আয়োজন করে।
জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কোনো শক্তির কাছে জিম্মি হতে হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। আওয়ামী লীগ অনেক শক্তিশালী। এদেশের মানুষের ভালোবাসায় আওয়ামী লীগের শিকড় বাংলার মানুষ ও মাটির অনেক গভীরে।
তিনি বলেন, বিএনপির বিদেশি প্রভু অনেক, প্রভুদের কাছে তারা নালিশ জানায়। পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়। বিদেশি কোনো প্রভুই ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতির কথা ভুলে গিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।
এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে আওয়ামী লীগ পৌঁছে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, সংকট ও দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।