দেশের অর্জনকে কেউ যাতে ম্লান করতে না পারে: কৃষিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশের অর্জনকে কেউ যাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও চক্রান্ত করে ম্লান না করতে পারে, এ ব্যাপারে কৃষিবিদদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাকৃবির ৫ জন অ্যালামনাই এ বছর একুশে পদক পাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক বলেন, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তি দেশের অর্জনকে ম্লান ও দুর্বল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। কৃষিবিদদের পেশাজীবী, কৃষিবিদ ও বুদ্ধিজীবী হিসেবে সচেতন থাকতে হবে, যাতে কেউ কোনোক্রমেই দেশের অর্জনকে ছোট করতে না পারে।
কৃষিমন্ত্রী বলেন, পাঁচজন কৃষিবিদ এ বছর রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পেয়েছেন। এটি আমাদের সব কৃষিবিদের জন্য অহংকার ও গর্বের। এ পুরস্কার কৃষিবিদদের প্রেরণা যোগাবে।
তিনি বলেন, গত দুই বছর ধরে করোনার অভিঘাতে এবং সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর অর্থনীতিতে ও খাদ্যদ্রব্যের দামে অস্থিরতা চলছে। এ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়নি; বরং পৃথিবীর মধ্যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। এই সাফল্যের পেছনে রয়েছে দেশের গার্মেন্টস শিল্প, রেমিট্যান্স ও কৃষি- এ তিনটি খাত। কৃষির এই সাফল্যকে আরো এগিয়ে নিতে কৃষিবিদদের আরো জোরালো ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি হামিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।