শিরোনাম

South east bank ad

সেই দুলালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী খালিদ

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

সেই দুলালের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী খালিদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের মুক্তাগাছায় টিউমারে আক্রান্ত দুলালের চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি।

‘স্বামীকে বাঁচাতে এক নারীর আকুতি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। স্বামীকে বাঁচাতে সমাজের বিত্তবানাদের সহযোগিতা চান স্ত্রী খালেদা আক্তার। এমন সংবাদের পর বিষয়টি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির নজরে আসে। পরে তিনি দুলালের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি যাবতীয় চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন।

দুলাল বতর্মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুই-এক দিনের মধ্যে ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা তার গলার টিউমারের অপারেশন হওয়ার কথা রয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন ইউনিয়নের আড়াইবাড়িয়া গ্রামে পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল, স্ত্রী ও বৃদ্ধ বাবা জয়নউদ্দিনকে নিয়ে বসবাস করেন দুলাল।

স্বামীর চিকিৎসার ব্যবস্থা হওয়াতে আবেগাপ্লুত কন্ঠে যুগান্তরকে খালেদা আক্তার বলেন, টাকার অভাবে আমার স্বামীকে চিকিৎসা করাতে পারছিলাম না। অনেকের কাছে ঘুরেছি কোনো ব্যবস্থা করতে পারেনি। যুগান্তরে সংবাদ প্রকাশের পর অনেকেই ফোন করেছেন এবং প্রতিমন্ত্রী স্যার আমার স্বামীর চিকিৎসার ব্যবস্থা করেছেন।

চিকিৎসা প্রসঙ্গে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, দুলালের টিউমারের সংবাদটি আমার নজরে আসে। মুক্তাগাছাবাসীর সঙ্গে আমার আত্মার বন্ধন। সুখে-দুঃখে তাদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

তার পরিবারের খোঁজখবর নিয়েছি এবং চিকিৎসার ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুত তার অপারেশন করা হবে এবং সে ভালো হয়ে যাবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: