South east bank ad

জুনে থাকবে না প্রাথমিকের শিক্ষক সংকট: জাকির হোসেন

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

জুনে থাকবে না প্রাথমিকের শিক্ষক সংকট: জাকির হোসেন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী জুন মাসের মধ্যে দেশে প্রাথমিকের শিক্ষক সংকট থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৬৫টি বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ১৫টি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে দেশে প্রাথমিকের শিক্ষক সংকট কেটে যাবে। এজন্য ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে শুরু করা হয়েছে। এটি সম্পন্ন হলেই শিক্ষক সংকট দূর হবে। এছাড়া করোনা সংকটে পাঠদানের ঘাটতি পূরণের জন্য নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসী প্রমুখ।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: