বাংলাদেশের জনগণের মর্যাদা সারাবিশ্বে বেড়েছে: আইনমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণের মর্যাদা সারাবিশ্বে বেড়েছে। তিনি ক্ষমতায় আসার পরই বাংলাদেশ উন্নয়নের স্বপ্ন দেখেছে।
আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক ভালো আছে। এটা পাকিস্তান প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হচ্ছে না। তারা চায় বাংলাদেশকে দাবিয়ে রাখতে। তারা জানে না বাংলাদেশের সন্তানেরা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তান।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আপনারা ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন। সেই সুযোগ আর পাবেন না। জনগণ প্রস্তুত আপনাদের ষড়যন্ত্রের জবাব দিতে।
পদ্মাসেতু প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্রের পর আজ জননেত্রী শেখ হাসিনা পদ্মাসেতু বানিয়েছেন। আগামী জুন মাসের পর পদ্মাসেতু উদ্বোধন করা হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত সৃষ্টি হবে।
বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সকল সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী, ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী স্বপ্ন অনুযায়ী আগামী ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। তিনি এ জন্য বাংলাদেশের আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌরসভার চেয়ারম্যান এমজে হাক্কানী, সাবেক পৌর চেয়ারম্যান এরমরান উদ্দিন জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।