সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে- ধর্ম প্রতিমন্ত্রী

জাহিদুল ইসলাম খান, (ভালুকা):
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন,বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে- শেখ হাসিনা সরকারের সকল উন্নয়নমূলক কাজগুলো মানুষের সামনে তুলে ধরার আহবান জানান।
তিনি মঙ্গলবার বিকালে ভালুকা উপজেলার নিমার্ণাধীন মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শণ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি এ দিন হবিরবাড়ী ইউনিয়নের পাখিরচালা ব্যাপ্টিস্ট চার্চ ও পৌর সদরের কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিদর্শন করেন।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সংলাপে অংশগ্রহণ করেন। সংলাপে উপজেলার আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সহযোগী সংগঠনের নেতারা,শুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণ করেন। (রিপোর্ট লেখা পর্যন্ত সংলাপ চলছে)।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এড শওকত আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।