শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

বঙ্গবন্ধু বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলার জনগণের মুখে হাসি ফোটাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন।

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) ফাউন্ডেশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, এ দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছেন। হাজার বছরের শৃঙ্খলাবদ্ধ জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছেন। আর এ জন্য তিনি বার বার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণ এই দেশ ও জাতির জন্য একটি মাইলফলক। এটি বাঙালি জাতির ঐক্যের প্রতীক। এই ভাষণে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে।

বিআইএএম-এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: