শিরোনাম

South east bank ad

শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাঁচ বছর থেকে তদূর্ধ্ব বয়সী প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের ও টিকাকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে বলেছি।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখছি। তাদের অনুমোদন পাওয়ামাত্রই আমরা কার্যক্রম শুরু করে দেব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা ১ম ডোজ নিয়েছেন, তারা যেকোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এ কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: