শিরোনাম

South east bank ad

তরুণ প্রজন্মই সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

তরুণ প্রজন্মই সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম মাইলফলক, একটি জীবন্ত ইতিহাস। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালনা ও বহিঃবিশ্বের সমর্থনের মাধ্যমে স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ বৃহত্তর কুষ্টিয়া জেলা (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর) ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ‘মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ ও তরুণ প্রজন্ম’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আজকের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু জীবনকর্ম, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে উন্নত দেশ গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন- মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসান, দর্শন বিভাগের প্রভাষক আবু সালেম ও মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইয়াসিন আরাফাত লিজন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: