নবায়নযোগ্য জ্বালনির প্রসারে একটি সমন্বিত আন্তর্জাতিক প্লাটফর্ম প্রয়োজন : নসরুল হামিদ

বাংলাদেশ আয়তনে ছোট হলেও খুবই ঘনবসতিপূর্ণ একটি দেশ। এখানে চাইলেও বিশাল জায়গা নিয়ে সৌর বিদ্যুতের মত প্রকল্প বাস্তবায়ন অনেক কঠিন বিষয়। এর জন্য নবায়নযোগ্য জ্বালনির প্রসারে একটি সমন্বিত আন্তর্জাতিক প্লাটফর্ম প্রয়োজন। সৌর বিদ্যুৎ প্রসারে ভারত বা আফগানিস্তানে বিদ্যমান সুবিধা কাজে লাগিয়ে এ অঞ্চলে সৌরবিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন গ্রীড ব্যবস্থার আধুনিকায়ন। টিম ইউরোপ গ্রিন এনার্জি ইনিশিয়েটিভ (TEI-Green Energy)-এর সাথে ভার্চুয়াল আলোচনায় আমাদের পক্ষ থেকে আঞ্চলিক বা উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে নেপথ্যে অবদান রাখতে আহবান জানিয়েছি। বাংলাদেশের মতো ঘনবসতি এলাকায় সৌরবিদ্যুৎ বাড়াতে এমন উন্নত প্রযুক্তি লাগবে যা অল্প জায়গায় স্থাপন করা যায়। টেকসই জ্বালানি ব্যবস্থা তৈরিতে প্রয়োজন উন্নত দেশের অভিজ্ঞতা বিনিময়, পলিসি ডায়লগ ও প্রয়োজনীয় বিনিয়োগ।