শিরোনাম

South east bank ad

চা কে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে : বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

চা কে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত বাংলাদেশ চা বোর্ড। এ টি বোর্ডের সাথে অনেক স্মৃতি জরিয়ে আছে। ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের প্রথম বাঙ্গালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার প্রতি বছর ৪ জুনকে চাই দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে চা উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ভোগও বেড়েছে। ফলে আশানুরু চা রপ্তানি করা সম্ভব হচ্ছে না। চা উৎপাদন আরও বাড়িয়ে রপ্তানি বৃদ্ধি করতে হবে।

বাণিজ্যমন্ত্রী আজ(১৮ফেব্রুয়ারি) চট্রগ্রামে বাংলাদেশ চা বোর্ডের কনফারেন্স রুমে চা শিল্পের অংশীজনদের সাথে মতবিময়ের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্য্যমন্ত্রী বলেন, একটি চা বাগানও রুগ্ন বা অলাভ জনক রাখা যাবে না। দেশে চা এর উৎপাদন বাড়াতে সরকার সবধরনের সহযোগিতা দিচ্ছে। দেশের উত্তরাঞ্চলে চা উৎপাদন শুরু হয়েছে, দিন দিন এ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আশার কথা, বর্তমানে দেশের উৎপাদিত চা এর ১২ ভাগ আসছে উত্তরাঞ্চল থেকে। চাই উৎপাদনকারীদের উৎসাহিত করতে হবে এবং চা এর গুণগত মান উন্নত করতে হবে। চা কে কৃষি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে চা উৎপাদনকারীগণ কৃষি পণ্য উৎপাদনকারীদের সুযোগ সুবিধা পায়। সরকার চা শিল্পের উন্নয়নে রোডম্যাপ বাস্তবায়ন করছে।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চা উৎপাদনকারীগণ উপস্থিত থেকে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

এর লাগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ চা বোর্ড এ বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: