শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়েছে : ভূমিমন্ত্রী

 প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

প্রধানমন্ত্রীর অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়কে ৩ হাজার ৬৫ ভূমিহীন পরিবারকে নির্ধারিত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অনুশাসনের ৮৫ শতাংশ পূর্ণ হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে এ কথা জানান।

এ সময় কর্মকর্তাদের ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সাথে কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে হবে।

সভায় জানানো হয়, আগামী সপ্তাহের মধ্যেই ঢাকার তেজগাঁওয়ে নির্মিতব্য ভূমি ভবন কমপ্লেক্সে কিছু ভূমি অফিসের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এছাড়া প্রতিটি বিভাগে বিভাগীয় ভূমি কমপ্লেক্স ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনার সিদ্ধান্ত হয়।

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: