তথ্যমন্ত্রীর এপিএস পদে নিয়োগ পেয়েছেন ইমরান হোসাইন শরীফ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইমরান হোসাইন শরীফ।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী পদ অলংকৃত করাকালীন তার অভিপ্রায় অনুযায়ী ইমরান হোসাইন শরীফ সহকারী একান্ত সচিব পদে বহাল থাকবেন।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ইমরান হোসাইন শরীফ বেতন-ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।