ড. আলহাজ উদ্দিন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ। রোববার রাজধানীর খামারবাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরে কাজ শুরু করেন তিনি।
আলহাজ উদ্দিন আহাম্মেদ এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক ছিলেন।
তিনি ১৯৬২ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ও ২০০৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে বিসিএস কৃষি ক্যাডারে যোগদান করেন।