শিরোনাম

South east bank ad

শামীম আহমেদ এর কবিতা “নিজ দায়িত্বে ভালো থাকুন”

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

“নিজ দায়িত্বে ভালো থাকুন”

শামীম আহমেদ

রোহিঙ্গা নাকি ভাসানচরে, আছে ঠিকানা,
আমরা নাকি বাংলাদেশী এইটাও জানা ।
ডাইনে যেওনা, বায়ে যেওনা, সামনে গেলেও দোষ,
পিছন ফিরে শুধু তাকাবে না, হেঁটে যাও রেখে হুস ।
কি দেখেছো কি শুনেছো বুঝার দরকার নাই,
শান্তিতে আছো, সুখে আছো, আরকি তোমার চাই ।
ধর্ষণ নিয়ে মিছিল হবে আন্দোলনটাও চাই,
কয়দিন পরে বেকসুর খালাস হয়তো হবে ভাই ।
ধর্ষণ যদি করে তোমায় সাক্ষী তুমি নিজে,
অন্য মানুষ দিবেনা সাক্ষী বিচার চাও বুঝে ।
বয়সের প্রমান দেখাও, টেস্ট করাও, বিলটা কিন্ত তোমার,
তোমার মেয়ে ধর্ষণ হয়েছে দায়িত্ব নেই আমার ।
তোমার মেয়ে কোথায় যায় কার সাথে মিশে
দেইখা রাখবা, নিজ দায়িত্বে ছেলেটার দোষ কিসে ।
আমার ছেলে ছোট্র বাবু এই তো বয়স হলো,
প্রাকটিসটা করেই গেলো দোষটা কি বলো ?
জায়গা কিনবা আমার এলাকায় নিজের টাকা দিয়ে,
রড, সিমেন্ট সবই নিবা আমার কাছে গিয়ে ।
গার্মেন্টসটা চালাস বেটা জুট কি তোর বাবার,
কাল থেকে সব জুট আমার টাকা চাস আবার !
ইংলিশ মিডিয়াম পড়াশুনা খুবই বাজে জিনিস,
মাদ্রাসা লাইনে না পড়লে জীবন তোমার ফিনিস ।
শিশু তৃষার পড়াশুনার কোন মিডিয়াম নাই,
ধর্ষণ শেষে মেরে ফেলেছে এ জন্যেই ভাই ।

(শামীম আহমেদ, ব্যাংকার)

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: