শিরোনাম

South east bank ad

স্বাস্থ্যবিধি মেনে না চলায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

স্বাস্থ্যবিধি মেনে না চলায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর মৌচাক ও বেইলি রোড এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক এর নেতৃত্বে মৌচাকে অবস্থিত আনারকলি মার্কেটে এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৭ জনকে বিভিন্ন অংকে মোট ৬১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ এর নেতৃত্বে বেইলি রোডে অবস্থিত বিভিন্ন দোকান, শপিংমলে ও আশপাশ এলাকায় আর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ০৭ জনকে ২,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: