South east bank ad

বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শুন্ শিং গ্রুপের ১.১৫ কোটি টাকা প্রদান

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শুন্ শিং গ্রুপের ১.১৫ কোটি টাকা প্রদান



সম্প্রতি, সেভেন রিংস্‌ সিমেন্টের মূল প্রতিষ্ঠান হংকং ভিত্তিক মাল্টিন্যাশনাল শুন্‌ শিং গ্রুপ তাদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ও ওয়েলফেয়ার ফান্ড থেকে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এ ১ কোটি ১৫ লক্ষ ৫৩ হাজার ২০৩ টাকা প্রদান করেছে।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মাননীয় ডিরেক্টর জেনারেল জনাব মুনির হোসেন খান-এর কাছে অনুদানের চেকটি হস্তান্তর করেন শুন্‌ শিং গ্রুপ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ কাউসার আলম। 


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাবা তাসনুবা আহমেদ অনন্যা এবং সেভেন রিংস্ সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব হারুন-অর-রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: