South east bank ad

নন-বাসমতি চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করল ভারত

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

নন-বাসমতি চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করল ভারত

নন বাসমতি চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে ভারত। নতুন শর্ত অনুয়ায়ী নন-বাসমতি চালের রফতানি কেবলমাত্র এগ্রিকালচারাল ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিতে (এপিইডিএ) চুক্তি নিবন্ধনের পরই অনুমোদিত হবে।

স্থানীয় সময় বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টারেট জেনারেল অফ ফরেন ট্রেড।

বিজ্ঞপ্তিতে বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) জানিয়েছে, ‘নন-বাসমতি চালের রফতানি নীতিতে একটি অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে, যার ফলে এপিইডিএ-তে চুক্তি নিবন্ধনের পরই এ চাল রফতানি করা যাবে।’

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম বৃহৎ চাল রপ্তানিকারক দেশ ভারত। চলতি অর্থবছরের এপ্রিল-আগস্ট সময়ে ৬.৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৪.৭ বিলিয়ন ডলারের চাল রপ্তানি করেছে। বাংলাদেশ নন-বাসমতি চালের অন্যতম প্রধান আমদানিকারক দেশ।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: