South east bank ad

ভোমরা স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ভোমরা স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদাানি শুরু হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট) বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পেঁয়াজ আমদানি করে।

আমদানি করা পেঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জি এম আমীর হামজা। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সবশেষ পেঁয়াজ আমদানি হয়।
এখনো পেঁয়াজভর্তি ১৪টি ট্রাক ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় রয়েছে। ভারতীয় পেঁয়াজের রপ্তানিকারক সুরধারা কমার্শিয়াল প্রতিষ্ঠান লিমিটেড।
ছাড়কারক ভারতীয় সিঅ্যান্ডএফ (কার্গো) অ্যাসোসিয়শোনের তাপস ট্রেডার্স।

ভোমরা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শওকত হোসেন বলেন, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: