South east bank ad

'আমদানি রফতানি না হওয়ায় লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে'

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

'আমদানি রফতানি না হওয়ায় লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে'
 যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না কিন্তু বন্দর বানিয়ে রাখা হয়েছে এবং সেগুলো লোকসানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৯ আগস্ট) সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

বন্দর বন্ধ করা বিষয়ে তিনি আরো জানান, আমদানি রফতানি না থাকায় দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে ৪টি বন্ধ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ১২ থেকে ১৪টির বেশি কার্যকর নেই। এগুলো রক্ষণাবেক্ষণ করে লাভ নেই। তবে যেগুলো কার্যকরী ও বড় সেগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া কিছু নদীবন্দর পরিচালনার জন্য বেসরকারি খাতে দেয়া হচ্ছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা।

এর আগে বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কতৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরের যেসব অনিয়ম ও পণ্য আমদানিতে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন। এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

পরে নৌ পরিবহন উপদেষ্টা বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকাও পরিদর্শন করেছেন ড. এম সাখাওয়াত হোসেন।

এসময় সেখানে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমার, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: