South east bank ad

বেনাপোলে আমদানি-রপ্তানিতে ধস

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বেনাপোলে আমদানি-রপ্তানিতে ধস

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানির পরিমাণে ব্যাপক হ্রাস ঘটেছে। পণ্যে সরকারি নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা ও ট্রাক চলাচলের সীমাবদ্ধতার কারণে বেনাপোল দিয়ে আমদানি কমেছে প্রায় ৩২ হাজার মেট্রিক টন এবং রপ্তানি কমেছে ২১ হাজার মেট্রিক টন। এর ফলে বন্দরের সঙ্গে জড়িত ব্যবসা, শ্রমিক ও পরিবহন খাতে পড়েছে মারাত্মক প্রভাব।

বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয়েছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ মেট্রিক টন পণ্য।
২০২৪-২৫ অর্থবছরে তা নেমে দাঁড়ায় ২০ লাখ ৫৬ হাজার ২৮১ মেট্রিক টনে। অর্থাৎ, এক বছরে আমদানি কমেছে ৭৩ হাজার ৯৪৭ মেট্রিক টন।

একই সময়ে রপ্তানি হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৭৫০.১৪ মেট্রিক টনে।
এখানে রপ্তানি হ্রাসের পরিমাণ ৩৫ হাজার ৯২১.৮৬ মেট্রিক টন।

চলতি অর্থবছরের জুলাই মাসেও এই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। জুন মাসে আমদানি হয় ১ লাখ ৪ হাজার ৬৭৫ মেট্রিক টন, যা জুলাইতে কমে দাঁড়ায় লাখের নিচে। রপ্তানিও কমে হয়েছে মাত্র ২০ হাজার ৩৫১.১৮ মেট্রিক টন।
ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রতিদিন যেখানে আগে গড়ে ৫শ ট্রাক পণ্য আমদানি হতো, এখন তা কমে ৩শ-এর নিচে নেমে এসেছে। একই অবস্থা রপ্তানিতেও।

২০২৪-২৫ অর্থবছরে আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, শিশু খাদ্য, মাছ, কেমিক্যাল, মোটরপার্টস, কসমেটিকসসহ নানা পণ্য। উচ্চ শুল্ক আরোপিত পণ্যগুলোর আমদানি বেশি কমেছে।

রপ্তানি পণ্যের মধ্যে ছিল—পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন ও মাছ।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: