শিরোনাম

South east bank ad

চমেকে ডিসইনফেকশন অটো স্প্রে চেম্বার হস্তান্তর করলেন মেয়র নাছির

 প্রকাশ: ১১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলামের কাছে একটি ডিসইনফেকশন অটো স্প্রে চেম্বার হস্তান্তর করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। রবিবার বিকেলে চমেক হাসপাতালের করোনা রোগীদের সেবাদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পিপিই পরে প্রবেশ ও বাহির হওয়ার সময় জীবাণুমুক্তকরণের এই চেম্বার হস্তান্তর করা হয়। চমেক সূত্রে জানা গেছে, একটি সেন্সরের মাধ্যমে চেম্বারে প্রবেশের ৪ সেকেন্ডের মধ্যই ক্লোরিন মিশ্রিত দ্রবণের স্প্রে কাজ সম্পন্ন হবে। স্প্রে কাজ সম্পন্ন করে পিপিই পরিহিত ব্যক্তি জীবাণুমুক্ত হয়ে প্রবেশ ও বাহির হবেন। চেম্বারটি হস্তান্তরকারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই মহামারী চলাকালীন করোনাভাইরাস সংক্রমণ রোধে, বিশেষ করে সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এই সেনিটাইজিং পদ্ধত্বি অত্যন্ত কার্যকর। মেয়র বলেন, করোনাযুদ্ধে এ যাবতকালে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা ও সাহসের সাথে নগরবাসীকে সেবা প্রদান করে যাচ্ছেন। রোগীদের প্রথম ও প্রধান আস্থার জায়গা হচ্ছে ডাক্তার। তাই তাদের সুরক্ষাই আগে নিশ্চিত করতে হবে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ফ্লু কর্ণার অবজারভেশন ইউনিট প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, চুয়েটের প্রধান কারিকারক আবু আদনান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
BBS cable ad

হাসপাতাল এর আরও খবর: