পপুলার ডায়াগনস্টিক-ফায়ার সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষর
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস অধিদপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জসীম উদ্দিন এবং পপুলার ডায়াগনস্টিকের এমডির পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অচিন্ত্য কুমার নাগ স্বাক্ষর করেন। এর আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসাসেবার ক্ষেত্রে পপুলার ডায়াগনস্টিকের সব আউটলেটে সর্বোচ্চ ২৫ শতাংশ মূল্যছাড় পাবেন। এ সময় ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।