করোনা আক্রান্তের বাড়ীতে খাদ্য সামগ্রী পাঠালেন ডিআইজি হাবিবুর রহমান
নারায়নগন্জ জেলার এমটি শাখায় কর্মরত সানোয়ার হোসেন (পুলিশ কং/১৪০১) করোনা ভাইরাসে আক্রান্ত হলে ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) এর নির্দেশনায় সানোয়ার হোসেনএর গ্রামের বাড়ী ধামরাই থানাধীন বালিয়াতে তার পরিবারের নিকট বাজার পৌঁছে দেয়া হয়েছে।
ডিআইজি ঢাকা রেন্জ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) একজন করোনা আক্রান্ত পুলিশ সদস্যের পরিবারের প্রতি এমন সহমর্মিতা রেন্জের সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং করোনা যুদ্ধে ভূমিকা রাখতে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


