শিরোনাম

South east bank ad

“মুভমেন্ট পাস” অ্যাপে প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ টি হিট/নক!

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

“মুভমেন্ট পাস” অ্যাপে প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ টি হিট/নক!

লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপে গত ২৬ ঘণ্টায় পৌনে ৩ কোটির বেশি মানুষ নক/হিট করেছে।
ওয়েবসাইটের প্রাপ্ত ডাটাবেজ থেকে দেখা যায়, গতকাল ১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১১ টার সময় এটি উদ্বোধন করা হয়। আজ ১৪ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১ টা পর্যন্ত ওই ওয়েবসাইটে ২ কোটি ৭৮ লক্ষ ৭৯ হাজার ৪৯৫ টি নক/ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ টি হিট/নক হচ্ছে।
গত ২৬ ঘন্টায় ২ লাখ ২২ হাজার ২২৯ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ১ লাখ ৩২ হাজার ৮৭৯ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবমমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: