বার্জার পেইন্টসের ইজিএম আগামীকাল
বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বিশেষ সাধারণ সভা আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইজিএমে রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থ ব্যয়ের সময়সীমা, তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদনের তারিখ পরিবর্তনের প্রেক্ষাপটে বিনিয়োগ পরিকল্পনা সংশোধনের প্রস্তাবসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করবেন বিনিয়োগকারীরা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বার্জার পেইন্টসের তৃতীয় কারখানাটি নির্মাণ করা হচ্ছে। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য নকশা পরিবর্তন, উন্নত অটোমেশন, যন্ত্রপাতি ও উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি (এমইএস) যুক্ত করা এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। নকশা পরিবর্তনের কারণে কোম্পানিটির পর্ষদ বাণিজ্যিক উৎপাদনের নতুন তারিখ ২০২৭ সালের ১ এপ্রিল নির্ধারণ করেছে। আগে চলতি বছরের এপ্রিলেই উৎপাদন শুরুর কথা ছিল। সময়সূচি পরিবর্তনের কারণে রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থ ব্যয়ের সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বার্জার পেইন্টস।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) বার্জার পেইন্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ টাকা ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৬ টাকা ৩৩ পয়সায়।
সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সায়


