শিরোনাম

South east bank ad

বন্ডের অব্যবহৃত অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বন্ডের অব্যবহৃত অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থের অব্যবহৃত অংশ চলতি মূলধন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত বিষয়টি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অন্যান্য এজেন্ডার সঙ্গে উপস্থাপন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আশুগঞ্জ পাওয়ার বন্ড পাবলিক অফারের মাধ্যমে মোট ১০০ কোটি টাকা উত্তোলন করেছে, যার ৩ কোটি ৯১ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা এখনো অব্যবহৃত রয়েছে। এ অব্যবহৃত অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহার করা হবে। পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫তম এজিএমে উপস্থাপন করা হবে।

আশুগঞ্জ পাওয়ার বন্ডের ট্রাস্টি চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ বছরের দ্বিতীয় অর্ধবার্ষিক মেয়াদের জন্য বার্ষিক সাড়ে ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক সময়ের জন্য বন্ডধারীরা ৫ দশমিক ২৫ শতাংশ মুনাফা পাবেন। কুপন-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ৪ জানুয়ারি। রেকর্ড ডেট অনুযায়ী, বন্ডহোল্ডারদের তৃতীয় কিস্তির মূলধন অর্থাৎ মোট মূলধনের ২৫ শতাংশ নির্ধারিত কুপনসহ পরিশোধ করা হবে। রেকর্ড ডেটের পর থেকে বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য দাঁড়াবে ১ হাজার ২৫০ টাকায়।

‌এর আগে বন্ডের ট্রাস্টি ষষ্ঠ বছরের প্রথমার্ধের (৫ জানুয়ারি ২০২৫ থেকে ৪ জুলাই ২০২৫) জন্য বার্ষিক সাড়ে ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক সময়ের জন্য বন্ডধারীরা ৫ দশমিক ২৫ শতাংশ মুনাফা পেয়েছেন। এছাড়া পঞ্চম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকে (২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত) বন্ডহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

বন্ডটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: