এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত
এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এ সময় কোম্পানির পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম ও মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইনডিপেনডেন্ট পরিচালক মো. মারুফ ও দিদারুল হক খান, এমডি হেনরি হিলটন, সিএফও মো. নাজিম উদ্দিন এবং কোম্পানি সচিব মো. মনির হোসেন। সভায় ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।


