গ্রাহকদের জন্য এক্সপেরিয়েন্স জোন চালু করল লাফার্জহোলসিম
রাজধানীর পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্পে গ্রাহকদের জন্য ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস পরিচালক মাহফুজুল হক কোম্পানির প্রথম এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিএফও মো. আনিসুজ্জামান, মানবসম্পদ পরিচালক একেএম আতিকুর রহমান ও বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক নীল আজাভেদোসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লাফার্জহোলসিমের এ এক্সপেরিয়েন্স জোনে স্থান পেয়েছে সিমেন্টসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। এখান থেকে গ্রাহক, প্রকৌশলী, রাজমিস্ত্রি ও বাড়ি নির্মাণকারীরা এসব সামগ্রীর গুণগতমান, বৈজ্ঞানিক দিক ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা চাইলে নির্মাণসামগ্রীর শক্তি, স্থায়িত্ব ও পারফরম্যান্স নিয়ে লাইভ ডেমোনেস্ট্রেশনও দেখতে পারবেন।


