শিরোনাম

South east bank ad

আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট বনানীতে

 প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট বনানীতে

রাজধানীর বনানীতে শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন ‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কামাল আতাতুর্ক এভিনিউর আতাতুর্ক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অভিনেতা ডা. এজাজুল ইসলাম আউটলেটটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আকিজ ফার্মেসির সিবিও ইসতিয়াক আলী তালুকদার, আকিজ রিসোর্সের সিবিডিও তৌফিক হাসান ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বক্তব্য রাখেন। এ সময় আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানসম্মত ও ভেজালমুক্ত ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫ সালের জুনে যাত্রা করে আকিজ ফার্মেসি। এর আওতায় বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি আউটলেট রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: