আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট বনানীতে
রাজধানীর বনানীতে শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন ‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কামাল আতাতুর্ক এভিনিউর আতাতুর্ক টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অভিনেতা ডা. এজাজুল ইসলাম আউটলেটটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আকিজ ফার্মেসির সিবিও ইসতিয়াক আলী তালুকদার, আকিজ রিসোর্সের সিবিডিও তৌফিক হাসান ও ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বক্তব্য রাখেন। এ সময় আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানসম্মত ও ভেজালমুক্ত ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫ সালের জুনে যাত্রা করে আকিজ ফার্মেসি। এর আওতায় বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ১৩টি আউটলেট রয়েছে।


