জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির প্রভাবে গতকাল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশের বেশি। পাশাপাশি ভেনিজুয়েলা উপকূলে নিষেধাজ্ঞার আওতাধীন একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করার ঘটনায় সম্ভাব্য প্রভাবও খতিয়ে দেখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৮১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬১ ডলার ৪০ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৭ ডলার ৬৮ সেন্টে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, এ মাসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে বেশকিছু ‘ভুল বোঝাবুঝি’ দূর হয়েছে। তিনি বলেন, ‘সমষ্টিগত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রাশিয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে’।
একদিন আগে মার্কিন কর্তৃপক্ষ ভেনিজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করার ঘোষণা দিলে বাজারে সরবরাহ বিঘ্ন হওয়া নিয়ে উদ্বেগ বাড়ে। এ বিষয়ে এলএসইজির সিনিয়র অয়েল অ্যানালিস্ট এমরিল জামিল বলেন, ‘এ মুহূর্তে ট্যাংকার জব্দের ঘটনা বাজারে বড় প্রভাব ফেলেনি। তবে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিতিশীলতা তৈরি হতে পারে।’


