আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অনুদান পেল ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তার করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে ৮ লাখ টাকা অনুদান দিয়েছে। এ উপলক্ষে গতকাল কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামসুর রহমানের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান। এ আর্থিক সহায়তা দিয়ে কলেজের ইউরোলজি বিভাগের জন্য সার্জিক্যাল যন্ত্রপাতি ও ডেন্টাল ইউনিটের জন্য ডেন্টাল চেয়ার কেনা হবে। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ড. মো. আফজাল হোসেন, ব্যাংকের ডিএমডি মো. আবদুল্লাহ আল মামুন, এসইভিপি মো. ইদ্রিস আলী ও ইভিপি জালাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।


