আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবি) উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) সোমবার ঢাকা অঞ্চলের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন এআইবির এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী ও এআইবির ডিএমডি এসএম আবু জাফর। এ সময় আরো উপস্থিত ছিলেন এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী, এসভিপি তৌহিদ সিদ্দিকী এবং সেন্টার ইনচার্জ ও কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা অঞ্চলের ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।


