শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি মাহতাব ওসমানি

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি মাহতাব ওসমানি

ব্যাংক এশিয়া পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব করপোরেট বিজনেস, ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যান্ড এক্সপোর্ট ফাইন্যান্স হিসেবে যোগ দিয়েছেন মাহতাব ওসমানি। ব্যাংক খাতে তার রয়েছে দুই যুগের কর্ম অভিজ্ঞতা।

বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে একজন অ্যানালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন মাহতাব ওসমানি। পর্যায়ক্রমে করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের শীর্ষ পদগুলোয় দায়িত্ব পালন করেন। তিনি গ্লোবাল করপোরেটস ও লার্জ করপোরেট কভারেজ ব্যবসা ইউনিটের নির্বাহী পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া বাংলাদেশে ইসিএ ও বহুপক্ষীয় সংস্থার সহায়তাপ্রাপ্ত অর্থায়ন, সিন্ডিকেটেড ঋণ, বন্ড, স্ট্রাকচার্ড ট্রেড সলিউশন ও সাসটেইনেবল ফাইন্যান্সিংসহ বিভিন্ন খাতে অর্থায়ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মাহতাব ওসমানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি একজন সিএফএ চার্টারহোল্ডার ও বর্তমানে সিএফএ সোসাইটি বাংলাদেশের পরিচালক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: