জনতা ব্যাংকের নতুন পরিচালক ড. মাহবুব উদ্দিন চৌধুরী
জনতা ব্যাংক পিএলসিতে সম্প্রতি পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. এএ মাহবুব উদ্দিন চৌধুরী। শিক্ষকতায় তার রয়েছে চার দশকের অভিজ্ঞতা।
মাহবুব উদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিকম অনার্সসহ এমকম সম্পন্ন করেন। তিনি মনবুশো শিক্ষাবৃত্তি নিয়ে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
মাহবুব উদ্দিন চৌধুরী দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তার প্রায় ৩৫টি গবেষণাপত্র স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে শ্রেষ্ঠ গবেষক হিসেবে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।


